কলকাতা: টলি ক্লাব কাস্টিং এজেন্সির প্রযোজনায় ২০২৩ এর পর রূপসী বাংলার পর্দায় টলি ক্লাব প্রোডাকশন নিয়ে আসছে মহালয়া “বিজয়ং দেহি”(Vijoyong Dehi) মুখ্য চরিত্রে অর্থাৎ দেবী দুর্গার(Devi Durga) চরিত্রে থাকছেন শ্রেয়সী রয়(Shreyasi Roy)।

জি বাংলার “ভানুমতির খেল” এর নায়িকার ভূমিকায় যাকে দেখা গিয়েছিল। যার মুখ দিয়ে আমরা মহালয়ার সম্পূর্ণ গল্পটা শুনছি সেই কথকের ভূমিকায় অভিনয় করছেন বিশিষ্ট অভিনেত্রী শর্বরী মুখার্জি নৈবিত্ত চরিত্রে।

আর এই সমস্ত প্রজেক্ট এর কাহিনী বিভাজন পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন কৃষ্ণেন্দু বিশ্বাস , এর আগে কৃষ্ণেন্দু বিশ্বাস একাধিক সিরিয়ালের যেমন নায়িকা নাম্বার ওয়ান, খুকুমণি হম ডেলিভারি, জাহানারা, সাগরিকা- র মত বহু মেগা সিরিয়ালের প্রোগ্রামিং ডিরেক্টর হিসেবে কাজ করেছে।

যদিও 2023 এর মহালয়ের ডিরেকশন দিয়েছিলেন তারপর এবছর আবার নতুন একটা মহালয়ার দায়িত্ব নিয়েছেন। পুরো কাহিনীটা চিত্রনাট্য বা সংলাপ লিখেছেন রাহুল দেব চ্যাটার্জী। এছাড়াও বহু সিরিয়ালের পরিচিত অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাবো এই মহালয়ার প্রজেক্টটিতে।

এই মহালয়ের কাহিনী বাধা হয়েছে ঐতিহাসিক এবং পৌরাণিক সংমিশ্রনে, যা একেবারেই নতুনত্ব। আমরা গল্পে দেখতে পারছি কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রকে, এবং ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর সূচনার কাহিনী.. সেখান থেকে গল্প অকালবোধনের মাধ্যম দিয়ে মহিষাসুরমর্দিনীর চন্ডীর কাহিনীতে আসছে।
দেখুন অন্য খবর:


                                    




